পাকিস্তানে অপহরণের পর ৯ বাসযাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১১ জুলাই) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীরা একাধিক বাস থেকে যাত্রীদের অপরহরণ করে। এরপর তারা অন্তত ৯ যাত্রীকে গুলি করে হত্যা করে। প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিনদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বেলুচিস্তান থেকে পাঞ্জাবগামী কয়েকটি বাস থেকে তাদের অপহরণ করা হয়। এরপর পাহাড়ি অঞ্চলে অন্তত ৯ যাত্রীর মরদেহ পাওয়া গেছে। নিহতদের শরীরে গুলির চিহ্ন রয়েছে।
নবীদ আলমের সরকারি এক কর্মকর্তা বলেন, নিহতদের পাঞ্জাবি জাতিগোষ্ঠীর বলে ধারণা করা হচ্ছে। এজন্য তাদের লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি গভীর শোক প্রকাশ করেছেন। তারা দোষীদের কঠোর শাস্তির আওতায় আনার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে বলেন, নিরীহ মানুষের রক্ত বৃথা যাবে না। এটি ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের প্রকাশ্য সন্ত্রাসী কার্যক্রম।
আলজাজিরা জানিয়েছে, ভারতের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।