চোরকে পোশাক কিনে দিল পুলিশ, চোর পেল চাকরি

Date:

Share post:

টরন্টো পুিশের কনস্টেবল নিরান জ়ানেসান।

ক্যানাডার শহর টরন্টোতে ওয়ালমার্ট সুপারস্টোরের এক োকানে গত সোমবার কাপড় চুরি করতে গিয়ে ধরা পড়ে এক

দোকানের কর্মচারীরা পুলিশে খবর দেয়ার পর যে কনস্টেবল ঘটনাটি তদন্ত করতে আসেন ১৮-বছর বয়সী আসামীর সাথে কথা বলার তার খুব মায়া হয়।

তিনি ঐ তরুণকে ার না করে নিজের পকেট থেকে তাকে পোশাক কিনে দেন।

কনস্টেবল নিরান জয়ানেসান এখন জানাচ্ছেন তার কেনা পোশাক পরে ঐ তরুণ চাকরির ইন্টার্ভিউ দিয়েছেন এবং চাকরিটি পেয়ে গেছেন।

“সে আমাকে জানিয়েছে, আমার দেয়া শার্ট, টাই পরে সে ইন্টার্ভিউ দিয়েছে, এবং সোমবার থেকে চাকরিতে যোগ দিয়েছে,” উৎফুল্ল হয়ে বলছিলেন কনস্টেবল জয়ানেসান।

তিনি জানান, ঐ বেকার তরুণ এক কঠিন সময়ে পার করছিল।

বাড়িতে বাবা স্থ। পরিবারের ছিল না কোন র। চাকরি করে সে তার অবস্থার পরিবর্তন ঘটাতে চাইছিল।

এ নিয়ে বিবি সাথে কথা বলার সময় টরন্টো পুলিশের একজন কর্মকর্তা পল বোয়া মি. জয়ানেসানের কাজের প্রশংসা করেন।

“ছেলেটিকে গ্রেফতার করা হলে তাতে লাভ হতো না কারোই,” তিনি বলেন, “আমাদের দায়িত্ব হলো এমন কাজ করা যাতে লোকে আমাদের আদর্শ ভেবে অনুণ করে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

সেতু ভেঙে নদীতে পড়ে গেল যানবাহন, নিহত ১০

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি সেতু ভেঙে নদীতে পড়ে গেছে বেশ কয়েকটি যানবাহন। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত...

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ঘটনাস্থলে মিলেছে মানবদেহের অংশ

ভারতের রাজস্থানে দেশটির বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে রাজ্যের চুরু...

নোয়াখালীতে সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা

অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় নোয়াখালীতে সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।  বুধবার...

চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতায় শঙ্কিত ভারত!

চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা শঙ্কিত করে তুলছে ভারতকে। এমনই আভাস মিলেছে ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান...