আকরাম খান ছাড়া বর্তমান বিসিবি পরিচালক পর্ষদের বাকি আট পরিচালকই অনাস্থা জ্ঞাপন করেছেন ফারুক আহমেদের বিপক্ষে

Date:

Share post:

২০২৫ সালের ২৯ মে সকালে জানা গেলো, বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদকে আর চায় না সরকার। আগের রাতে (বুধবার মধ্যরাতে) ক্রীড়া পদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ফারুক আহমেদের সঙ্গে একান্তে কথা বলে সে বার্তাই দিয়েছিলেন।
দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসের এক আলোচিত দিন শেষে সন্ধ্যায় আসলো আরেক খবর,আপন ভায়রাভাই আকরাম খান ছাড়া বর্ান বিসিবি িক পর্ষদের বাকি আট পরিচালকই অনাস্থা জ্ঞাপন করেছেন ফারুক আহমেদের বিপক্ষে।

অনলাইন গণমাধ্যমের সাথে আলাপে বিসিবি পরিচালক মাহবুব াম ও ইফতিখার রহমান মিঠু জানিয়ে দিয়েছেন,সরকার যেখানে ফারুক আহমেদের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। তাকে আর চায় না।
আট পরিচালকের ওই অনাস্থার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে যায়, ফারুক আহমেদের বিদায় ঘণ্টা বাজতে আর বাকি নেই। বৃহষ্পতিবার রাতে ঘড়ির কাঁটা ১১টা ছোঁয়ার আগেই জাতীয় ক্রীড়া পরিষদের বিজ্ঞপ্তি; ‘বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন ত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অর্থাৎ যে প্রক্রিয়ায় ফারুক আহমেদ বিসিবিতে এসে পরিচালক হয়েছিলেন, সেই প্রক্রিয়াটি বাতিল করা হলো। তার মানে ফারুক আহমেদ প্রাথমিকভাবে বিসিবিতে তার পরিচালক পদও হারালেন। আর খুব স্বাভাবিকভাবেই পরিচালক পদ হারানোর সঙ্গে সঙ্গে তিনি আর সভাপতি পদেও আসীন থাকতে পারবেন না।

এখন প্রশ্ন উঠেছে, ফারুক আহমেদ এখন কী করবেন? এনএসসি তার মনোনয়ন বাতিল করায় ফারুক আহমেদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী? রাত ১টায় নাগাদ ফারুক মুঠোফোনে কে জানান, ‘আমি আনচ্যালেঞ্জড যেতে দেবো না। ফাইট করে যাবো। শেষ মুহূর্ত পর্যন্ত দেখবো। আমার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। আমি আসিতে জানিয়েছি।’

এরই মধ্যে সেক্রেটারির মাধ্যমে আইসিসি সভাপতি জয় শাহকে পুরো ব্যাপারটি জানিয়েছি। এছাড়া আইসিসির অন্তত ৫-৭ পরিচালকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করেছি।’

ফারুকের জোর দাবি, ‘আমি যে অন্যায়ের শিকার, আমাকে যে জোরর্বক পদচ্যুত করা হয়েছে, আমি তা এরই মধ্যে আইসিসির কাছে জানিয়েছি। আমার বিশ্বাস এবং আমি নিশ্চিত আইসিসি ত্বরিৎ তাদের অ্যাকশন শুরু করবে। দেখবেন আগামী ২-১ দিনের মধ্যেই বিসিবিতে আইসিসির চিঠি আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ

গুলশানে সাবেক এমপির বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) যুগ্ম আহ্বায়ক জানে আলম...

আমেরিকার শুল্ক কমানোর ঘোষণায় বাণিজ্য উপদেষ্টার প্রতিক্রিয়া

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে তারা। বৃহস্পতিবার...

পুতিনকে পছন্দ করেন মেলানিয়া, জানালেন ট্রাম্প

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন। কিন্তু ইউক্রেন সংঘাত অব্যাহত থাকায় তিনি হতাশ।...

একটা প্রমাণ দেখান, চ্যালেঞ্জ ছুঁড়লেন সাদিক কায়েম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক...