ইয়েমেনের হুতি বিদ্রোহীরা (আনসারুল্লাহ) বৃহস্পতিবার ইসরায়েলের ওপর দুটি পৃথক হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন।
হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘জুলফিকার’ নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে তেলআবিবের কাছে ইয়াফায় অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে। হামলার ফলে বিমানবন্দর থেকে লোকজন সরিয়ে নেওয়া হয় এবং প্রায় এক ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকে।
ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এখনো ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, হামলার সময় একাধিক আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশে দিক পরিবর্তন করে অন্যত্র অবতরণ করে। সাময়িকভাবে আকাশপথ বন্ধ রাখা হয়।
গত এপ্রিলে গাজায় হামলা শুরুর পর থেকে এটি ছিল হুতিদের ৩৭তম ক্ষেপণাস্ত্র হামলা এবং চলতি মে মাসেই একাদশবার ইসরায়েলের সাইরেন সক্রিয় হয়।
একইসঙ্গে, ইয়াহিয়া সারি আরও জানান, হুতি যোদ্ধারা হাইফা ও তেলআবিবের ‘গুরুত্বপূর্ণ শত্রু অবকাঠামো’ লক্ষ্য করে দুটি ‘ইয়াফা’ ড্রোনও ছুঁড়ে দেয়।
হুতিরা এই হামলাকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের পাল্টা প্রতিশোধ হিসেবে অভিহিত করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৫৩ হাজার ৬৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
এর আগে, ১৯ মে হুতিরা হাইফা বন্দরে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় এবং সতর্ক করে জানায়—যে কোনো নৌযান হাইফা বন্দরে গেলে তা হুতিদের সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে।