ফেনীতে বাংলাদেশ আওয়ামী লীগ ফেনী জেলা শাখার ব্যানারে ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। ইতোমধ্যে এ ঘটনায় অভিযান চালিয়ে মো. সুমন (৩০), শিবির আহাম্মদ (৩৬),আমজাদ হোসেন টিপু (৩২) নামে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) শহরের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। শুক্রবার (৯ মে) ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মো. সুমন ফেনী পৌরসভার সহদেবপুর এলাকার মোখলেছ মিয়ার ছেলে। শিবির আহাম্মদ একই এলাকার শামসুদ্দিনের ছেলে ও আমজাদ হোসেন টিপু ওই এলাকার সাহাব উদ্দিনের ছেলে। তারা সবাই পরিবারের সঙ্গে সহদেবপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।
এর আগে বৃহস্পতিবার ভোরে শহরের কলেজ রোড থেকে জেলা আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। গত ৫ আগস্টের পর জেলায় এটিই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হয়। ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফেনী জেলা আওয়ামী লীগের ব্যানারে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে কলেজ রোড এলাকা প্রদক্ষিণ করছে। তবে মিছিলে জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে দেখা যায়নি।
ওই মিছিলে ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মুজিববাদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওয়ামী লীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবেন ফিরে বাংলাদেশে’ ইত্যাদি স্লোগান দেন তারা।
এদিকে দিনব্যাপী আওয়ামীলীগের ব্যানারে মিছিলের খবরে আলোচনা সমালোচনা হয় জেলাজুড়ে। আওয়ামী লীগের মিছিলের খবরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির ও ফেনী পৌর ও সদর উপজেলা ছাত্রদল। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তারা প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ এবং ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানো আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, মিছিলের ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আমজাদ হোসেন টিপু গত বছরের নভেম্বরে করা একটি বিস্ফোরক মামলায় এজাহারনামীয় আসামি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।