ড্রোন ভূপাতিত করার খবর আসছে পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে

Date:

Share post:

পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে বুধবার রাতে ভারতের হামলার পর বৃহস্পতিবার সকাল থেকেই পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে ভূপাতিত করার খবর আসছে।

বৃহস্পতিবার ুপুরে পাকিস্তানের এক সামরিক মুখপাত্র বলেছেন, ভারত আবারও মান্ত লঙ্ঘন করেছে এবং লাহোর, গুজরানওয়ালা, চকওয়াল, অ্যাটক, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি এবং করাচিতে ড্রোন পাঠিয়েছে।

পরে পাকিস্তান সেগুলো ধ্বংস করে দেয়ার দাবি করেছে।

পাকিস্তানের সিন্ধু প্রর ঘোটকি জেলার সপি সামিউল্লাহ সুমরো বিবিসি সংবাদদাতা রোহান আহমেদকে বলেন, বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্ত থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে কেনজোতে ড্রোনটি বিধ্বস্ত হয়।

এসি সামিউল্লাহ বলেন, “কিছু কৃষক মাটিতে বসে ছিলেন এবং ড্রোনটি পড়ে একজন বেসামরিক নাগরিক নিহত এবং েকজন আহত হন।”

বিবিসির রোহান আহমেদের মতে, করাচির শরাফি গোথ এলাকাতেও একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে।

বৃহস্পতিবার সকালে লাহোরের ওয়ালটন এলাকায় একটি ড্রোন ভূপাতিত করার খবরও পাকিস্তানি গণমাধ্যম প্রচার করেছে এবং এলাকার ফুটেজে বোমা নিষ্ক্রিয়কারী দল, ফায়ার ব্রিগেড এবং রেসকিউ ১১২২-এর যানবাহন দেখা গেছে।

পাঞ্জাবেও, চকওয়াল জেলার দোহমান থানার সীমানার মধ্যে মাঠে একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সাংবাদিক নাবিল আনোয়ারের মতে, সকাল ৬টার দিকে ঘনওয়াল গ্রামের কাছে ড্রোনটি বিধ্বস্ত হয়।

সাংবাদিক নাবিল আনোয়ারের মতে, “ড্রোনটি বিধ্বস্ত হওয়ার পর এলাকায় একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।”

গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছেছে। কিছুক্ষণ পর ত্তা বাহিনীর সদস্য এবং স্থানীয় ও ঘটনাস্থলে পৌঁছায়, তবে ড্রোনটি একটি মাঠে পড়ে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মতোই ব্যস্ত রাওয়ালপিন্ডির একটি ফুড স্ট্রিটেও আরেকটি ড্রোন বিধ্বস্ত হয়েছে।

খবরে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার পর ড্রোনটিতে আগুন ধরে যায়, যার পর আইন প্রয়োগকারী কর্মকর্তারা ঘটনাস্থলটি অবরুদ্ধ করে দেন।

অন্যদিকে, গুজরানওয়ালার স্থানীয় পুলিশের মতে, ওয়াহিন্দু থানার টোকান এলাকায় একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং ড্রোনের ধ্বংসাবশেষও মাঠে পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

সংঘাতের আঁচ বাংলাদেশেও: যা বলছেন বিশেষজ্ঞরা

ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাব ইতোমধ্যে বাংলাদেশে পড়তে শুরু করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন...

বিশ্ব সংবাদ ভারতকে সমর্থনের ঘোষণা ফ্রান্সের

ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। ওই হামলার জন্য পাকিস্তানের...

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন ওই সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত...

ভারতকে জবাব দিতে ‘পূর্ণ ক্ষমতা পেল’ পাকিস্তান সেনাবাহিনী

মঙ্গলবার রাতে চালানো ভারতের ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলাকে ‘অকারণ যুদ্ধ ঘোষণা’ এবং পাকিস্তানের সার্বভৌমত্বের ‘নগ্ন লঙ্ঘন’ হিসেবে...