দেশের মাটিতে পা রাখলেন খালেদা জিয়া

Date:

Share post:

দীর্ঘ চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে ঢাকা হযরত শাহালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখলেন বিএনপির ারপারসন খালেদা জিয়া। (০৬ মে) বেলা ১০টা ৪০ মিটে বিএনপি পারসনকে বহনকারী বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গতকাল সোমবার েশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরের রানওয়ে ত্যাগ করে।

এদিকে বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাতে উপস্থিত রয়েছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌুরী এ্যানিসহ বিএনপির শীর্ষ নেতারা।

বিমানবন্দর ত্যাগ করার পর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হন।

গতকাল এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পরদিন ৮ জানুয়ারি হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান বড় ছেলে তারেক ও পরিবারের সদস্যরা। সেখান থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। ১৭ দিন চিকিৎসার পর বড় ছেলের বাসায় ওঠেন তিনি। পরবর্তী সময়ে সেখানেই তার চিকিৎসা কার্যক্রম চলে। সেখানে বিশ্রাম ও চিকিৎসার কারণে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

পরবর্তী সময়ে গতকাল সোমবার স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে কাতারের আমিরের দেওয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা ও ্মিলা রহমান এবং চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্যসহ ৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে ডাকছে ইরান

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। আর এর জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে যৌথ সেনাবাহিনী...

ইরানের হামলা উদযাপন করায় ইসরায়েলি কারাগারে বন্দীদের নির্যাতন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী করে রাখা ফিলিস্তিনিরা আনন্দ উদযাপন করেছে। লাইভ প্রতিবেদনে সিএনআন জানিয়েছে,...

ইরানে পারমাণবিক হামলা হলে ইসরায়েলেও বোমা ফেলবে পাকিস্তান, দাবি অস্বীকার ইসলামাবাদের

তেহরান এবং তেল আবিবের মধ্যে সংঘাত চতুর্থ দিনে প্রবেশ করেছে। এখনো উত্তেজনা কমার লক্ষণ দেখা যাচ্ছে না। এমন...

ইসরায়েলে ৩৭০টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান মোট ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন ইসরায়েলকে লক্ষ করে নিক্ষেপ করেছে।...