ফেসবুক লাইভে ওসিকে হত্যার হুমকি 

Date:

Share post:

সময় ডেস্ক 

চট্টাম নগরের শীর্ষ সন্ত্রাসী ‘োট সাজ্জাদ’ বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে হত্ার হুমকি দিয়েছেন। মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাত ১০টা ৩৯ মিনিটে লাইভে এসে তিনি এ হুমকি দেন। ১৯ মিনিট ২৯ সেকেন্ডের ওই লাইভে ওসিকে অশ্লীল ভাষায় গালাগালও করেন সাজ্জাদ।

লাইভে সাজ্জাদ েন, ওসি আরিফ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন এবং সঠিক তদন্ত ছাড়া তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, পুলিশ তার স্ত্রীকে থানায় নিয়ে নির্যাতন করেছে, যার ফলে তার সন্তান মারা গেছে। তিনি জানান, শিগগিরই আদালতে আত্মসমর্পণ করবেন, তবে সেখানে বিচার না নিজেই প্রতিশোধ নেবেন।

ওসি আরিফকে উদ্দেশ্য করে সাজ্জাদ বলেন, “যদি তুমি পুলিশ না হতে, তাহলে তোমাকে রাস্তায় পিটিয়ে ন্যাংটা করে দিতাম। আমি এখনো চুপ আছি, আদালতকে সম্মান করি বলে। কিন্তু বিচার না পেলে আমি নিজেই আমার ছেলের প্রতিশোধ নেব।”

সাজ্জাদের এই হুমকির পর ওসি আরিফুর রহমান থানায় ারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি জানান, সাজ্জাদ পুলিশের ভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং তাকে ধরতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদের বিরুদ্ধে একাধিক খুন, অস্ত্র, চাঁদাবাজিসহ ১০টির বেশি মামলা রয়েছে। গত ের ২১ অক্টোবর চান্দগাঁও এলাকায় তাহসিন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়, যেখানে সাজ্জাদ প্রধান আসামি। এছাড়া, ৫ জুলাই বায়েজিদ থানার বুলিয়াপাড়ায় একটি বাসায় গুলি চালানো এবং ২৭ অক্টোবর চান্দগাঁও হাজীরপুল এলাকায় ঠিকাদার মো. হাসানের বাসায় হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সাজ্জাদ এবং তার র তৎপরতায় নগরের বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও, পাঁচলাইশ ও হাটহাজারী এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। ১৫-২০ জনের একটি দল নিয়ে সে নিয়মিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে, সাজ্জাদ গা ঢাকা দিলেও তার সহযোগীরা এখনও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ওসি আরিফুর রহমান বলেন, “আমরা চট্টগ্রামে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সাজ্জাদসহ কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”

পুলিশ সাজ্জাদকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

অভিনেত্রী মেঘনা আলমকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

সময় ডেস্ক  মিস আর্থ বাংলাদেশ ২০২০-এর বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার...

কে এই আশিক চৌধুরী

সময় ডেস্ক  পাইলট পরিবারের সন্তান আশিক চৌধুরী। পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেছেন বিমান চালানো। অন্তত অর্ধশত বার ঝাঁপ দেন...

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টার...

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী তাসনীম ইসলাম প্রেমা (১৮) মারা গেছে

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী তাসনীম ইসলাম প্রেমা (১৮) মারা গেছে। শুক্রবার (৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম...