সময় ডেস্ক
চট্টগ্রাম নগরের শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে হত্যার হুমকি দিয়েছেন। মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাত ১০টা ৩৯ মিনিটে ফেসবুক লাইভে এসে তিনি এ হুমকি দেন। ১৯ মিনিট ২৯ সেকেন্ডের ওই লাইভে ওসিকে অশ্লীল ভাষায় গালাগালও করেন সাজ্জাদ।
লাইভে সাজ্জাদ বলেন, ওসি আরিফ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন এবং সঠিক তদন্ত ছাড়া তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, পুলিশ তার স্ত্রীকে থানায় নিয়ে নির্যাতন করেছে, যার ফলে তার সন্তান মারা গেছে। তিনি জানান, শিগগিরই আদালতে আত্মসমর্পণ করবেন, তবে সেখানে বিচার না পেলে নিজেই প্রতিশোধ নেবেন।
ওসি আরিফকে উদ্দেশ্য করে সাজ্জাদ বলেন, “যদি তুমি পুলিশ না হতে, তাহলে তোমাকে রাস্তায় পিটিয়ে ন্যাংটা করে দিতাম। আমি এখনো চুপ আছি, আদালতকে সম্মান করি বলে। কিন্তু বিচার না পেলে আমি নিজেই আমার ছেলের প্রতিশোধ নেব।”
সাজ্জাদের এই হুমকির পর ওসি আরিফুর রহমান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি জানান, সাজ্জাদ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং তাকে ধরতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদের বিরুদ্ধে একাধিক খুন, অস্ত্র, চাঁদাবাজিসহ ১০টির বেশি মামলা রয়েছে। গত বছরের ২১ অক্টোবর চান্দগাঁও এলাকায় তাহসিন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়, যেখানে সাজ্জাদ প্রধান আসামি। এছাড়া, ৫ জুলাই বায়েজিদ থানার বুলিয়াপাড়ায় একটি বাসায় গুলি চালানো এবং ২৭ অক্টোবর চান্দগাঁও হাজীরপুল এলাকায় ঠিকাদার মো. হাসানের বাসায় হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সাজ্জাদ এবং তার বাহিনীর তৎপরতায় নগরের বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও, পাঁচলাইশ ও হাটহাজারী এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। ১৫-২০ জনের একটি দল নিয়ে সে নিয়মিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে, সাজ্জাদ গা ঢাকা দিলেও তার সহযোগীরা এখনও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ওসি আরিফুর রহমান বলেন, “আমরা চট্টগ্রামে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সাজ্জাদসহ কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”
পুলিশ সাজ্জাদকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।