মান্দায় বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে কৃষকদের জমি দখলের অভিযোগ 

Date:

Share post:

 নওগাঁ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএন‘র) নওগাঁ জেলার মান্দা উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে  জমি দখলের িযোগ এনে কৃষকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেেন। গত রবিবার (১২ জানুয়ারি) বিএনপি নেতা টিপু ও এনামুল হকের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার “বিলমান্দা বিলের “হাড়কিশোর”মৌজার প্রায় ১৮ একর কবুলিয়াত ও ডিসিআরকৃত বোরো ফসলের জমি জবর দখলের পায়তারা করে আসছিলেন তার বাহিনী। ন ঘটনায় ভুক্তভো কৃষক পরিবার গত বুধবার (০৮ জানুয়ারি) ওমর আলী মাষ্টারের সভাপতিত্বে দেউল-দূর্গাপুর মোড়ে জমি উদ্ধারের দাবিতে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন করেন। মানববন্ধনের প্রেক্ষিতে গত শুক্রবার (১০ জানুয়ারি ) ডাঃ ইকরামুল বারী টিপু তার বাসায় পাল্টা সংবাদ সম্মেলন করে জমি দখলের বিষয়টি অস্বীকার করেন। একই সাথে সাংবাদিকদের হলুদ বলে আখ্যায়িত করেন। একই সাথে জমি দখলে নিতে তার অনুসারীদের লেলিয়ে দিয়ে (১১ জানুয়ারি) বাদলঘাটা স্কুল বাজারে সরকারি জমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
ভুক্তভোগী কৃষক ও স্থানীয়রা জানান, ইকরামুল বারী টিপুর নেতাকর্মীরা সহযোগী অধ্যাপক এনামুল হকের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে জন নিয়ে এসে বাদলঘাটা স্কুল বাজার এলাকাতে মানববন্ধন করে কৃষকদের হুশিয়ারি করে দেন। মূলত পেশীশক্তির জানান দিতে বিএনপি নেতার নির্দেশে দখলবাা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
মানববন্ধনের পর তার নেতাকর্মী বিভিন্ন কৃষকদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। প্রাণনাশের ভয়ে দিশেহারা হয়ে কৃষকরা গত রবিবার (১২ জানুয়ারি) নওগাঁ জেলা বিএনপির আহ্বায়কসহ উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ প্রেরণ করেন। দীর্ঘ ২৪ বছর ধরে দখলে থাকা কবুলিয়াত ও ডিসিআরকৃত জমি রক্ষাসহ বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও নিজেদের নিরাপত্তার জন্য আকুল আবেদন জানিয়ে অভিযোগ দায়ের করেছেন তারা। এর আগে উপজেলা প্রশাসন, ভূমি অফিস  থানাসহ বিভিন্ন জায়গাতে ধর্ণা দিয়েও অজ্ঞাত কারণে কোন পদক্ষেপ গ্রহণ করেননি কেউ।
কৃষক ওমর আলী, বাহার আলী, সাত্তারসহ কৃষকরা বলেন, নিজেদের ফসলী জমি রক্ষা ও প্রাণনাশের ভয়ে জেলা বিএনপির আহ্বায়ক/সদস্য সচিব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন দপ্তরে অনুলিপি দিয়ে বিষয়টি গত করা হয়েছে। আশা করছি দলের দায়িত্বশীলরা পদক্ষেপ গ্রহণ করবেন।জমি দখলের জন্য আমাদের নাম বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত করে দিচ্ছেন তারা। এমন পরিস্থিতি থেকে পরিত্রান পেতে আমরা রাজনৈতিক নেতা, প্রশাসনসহ সকলের সহযোগিতা কমনা করছি ।
মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ বলেন, ডাঃ ইকরামুল বারীর টিপু প্রথম শ্রেণীর জাতীয় গণমাধ্যম সাংবাদিকদের হলুদ বলেছেন। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ি পূর্বে তার অসংখ্য সংবাদ আমরা প্রকাশ করেছি। তার পক্ষে সংবাদ প্রকাশ না হওয়ায় তিনি হলুদ বলে আখ্যায়িত করেছেন।
বিগত দিন গুলোতে তিনি আমাদের সব নিউজ শেয়ার করেছেন। সাংবাদিক সবার জন্য কাজ করে থাকেন। অন্যায় দেখলে সাংবাদিকদের কলম চলবে।
এ বিষয়ে মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ ইকরামু বারী টিপু বলেন, জমি দখলের বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। আর এনামুলকে আমি ি না। একটি পক্ষ আমার বিরুদ্ধে নানাভাবে ভাবমূর্তি ক্ষুন্ন করতে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। অভিযোগগুলো সঠিক নয়। আপনারা নিউজ করলে করতে পারেন। তাতে কিছু যায় আসেনা।
নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, মান্দা থেকে কৃষকদের পাঠানো একটি অভিযোগ পেয়েছি। কোন নেতা জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। চাঁদাবাজি, জমি দখলসহ কোন অপরাধ করলে বিএনপিতে তার জায়গা হবেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালে

সময় নিউজ  সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সন্ধ্যায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় দ্রুত...

আজ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী

আজ ১৮ জানুয়ারি রবিবার। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার...

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হল থেকে মধ্যরাতে এক যুবককে আটক করেছে ছাত্রীরা

সময় ডেস্ক  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হল থেকে মধ্যরাতে এক যুবককে আটক করেছে ছাত্রীরা। ওই যুবক বিশ্ববিদ্যালয়ে হিম...

কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান বিএনপির

সময় ডেস্ক  শনিবার (১৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আরোপিত কর ও ভ্যাট জনগণের ভোগান্তি আরও...