লস অ্যাঞ্জেলেস এলাকায় বৃহস্পতিবার সকালে ১ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষকে স্থান ত্যাগ করার নির্দেশ

Date:

Share post:

আন্তর্জাতিক ডেস্ক 

লস অ্াঞ্জেলেস এলাকায় বৃহস্পতিবার সকালে ১ ্ষ ৩০ হাজারের বেি মানুষকে স্থান ত্যাগ করার নির্েশ দেওয়া হয়েছে। এলাকায় একাধিক গুরুতর দাবানলের মোকাবিলা করছেন দমকল কর্মীরা; এই দাবানলে কমপক্ষে পাঁচজন নিহত ও ১ হাজারের বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে।

হলিউড হিলসে বুধবার সন্ধ্যায় নতুন করে দ্রুত অগ্রসরমান দাবানলের সূত্রপাত হয় যা মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য এই সর্বশেষ দফার নির্দেশ দিতে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে।

আবহাওয়াবিদরা বলেছেন, শুষ্ক অবস্থা এবং জোরালো বাতাস দাবানল ছড়িয়ে দেওয়ার জন্য সহায়ক হিসাবে কাজ করছে এবং শুক্রবার পর্যন্ত তা বজায় থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

জোরালো দমকা বাতাসের কারণে, আগুনের লড়াইয়ে সাহায্যের জন্য ব্যবহৃত বিমানগুলিকে উড্ডয়ন করতে পারছে না; তবে কর্মকর্তারা বুধবার বলেছেন, অগ্নিনির্বাপক অভিযান পুনরায় শুরু করার পক্ষে বাতাসের গতি যথেষ্ট মন্থর হয়েছে।

প্যাসাডেনা অগ্নি নির্বাপক বিভাগের প্রধান চ্যাড অগাস্টিন বলেছেন, “আজ রাতে মৃদু বাতাস রয়েছে, ফলে এই আগুনের চারপাশে বিমান ও প্রচুর বাড়তি সরঞ্জাম আমরা ব্যবহার করতে পারি।” তিনি আরও বলেছেন, “এটাই আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে যে, আমরা এই আগুনকে সামলে নিতে পারব।”

দাবানলের মোকাবিলায় সাহায্যের জন্য ফেডারেল অর্থ ও সম্পদ বরাদ্দ করতে ক্যালিফর্নিয়ার জন্য ফেডারেল জরুালীন ঘোষণাপত্রে অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের ্ট জো বাইডেন।

য়াইট হাউস বুধবার বিকালে বলেছে, বাইডেন পূর্বপরিকল্পিত ইতালি সফর বাতিল করেছেন যাতে তিনি “আগামী দিনে ফেডারেলের পূর্ণ সহায়তার দিক-নির্দেশনায় মনোনিবেশ করতে পারেন।”

বাইডেন বুধবার বলেছেন, “এই আগুন ্রণ করতে, পুনর্গঠনে সাহায্য করতে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে নিশ্চিত করতে যত সময় লাগুক আমরা সব কিছু করতে প্রস্তুত। এটা একটা দীর্ঘ ও কঠিন পথ হতে চলেছে। এতে সময় লাগবে।”

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর ক্যালিফর্নিয়াতে “বাড়তি দমকল কর্মকর্তা ও সক্ষমতা” প্রদান করতে অঙ্গীকার করেছে।

এলএ কাউন্টি ফায়ার প্রধান অ্যান্টনি ম্যারন বুধবার বলেছেন, “একটা বা দুটো বড় দাবানলের জন্য এলএ কাউন্টি ফায়ার দফতর প্রস্তুত ছিল, তবে চারটির জন্য নয়, বিশেষ করে এই দীর্ঘস্থায়ী বাতাস ও কম আর্দ্রতায়।”

হলিউড এলাকার পাশাপাশি প্যাসিফিক প্যালিসাডেস, আলটাডেনা, প্যাসাডেনা ও সিলমারে ক্ষিপ্র দাবানল বিদ্যমান রয়েছে।

হাজার হাজার হেক্টর পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং আগুন এখনও ছড়িয়ে পড়ছে।

স্থানীয় দমকল কর্মীদের সাহায্য করতে ন্যাশনাল গার্ড বাহিনীর দুই হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

অভিনেত্রী মেঘনা আলমকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

সময় ডেস্ক  মিস আর্থ বাংলাদেশ ২০২০-এর বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার...

কে এই আশিক চৌধুরী

সময় ডেস্ক  পাইলট পরিবারের সন্তান আশিক চৌধুরী। পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেছেন বিমান চালানো। অন্তত অর্ধশত বার ঝাঁপ দেন...

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টার...

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী তাসনীম ইসলাম প্রেমা (১৮) মারা গেছে

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী তাসনীম ইসলাম প্রেমা (১৮) মারা গেছে। শুক্রবার (৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম...