কবি হেলাল হাফিজ মারা গেছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, শাহবাগের একটি আবাসিক হোস্টেলকে থেকে তাকে অচেতন অবস্থায় বিএসএমএমইউতে আনা হয় বলে জানা যায়।
বিএসএমএমইউ-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেছেন, ‘হেলাল হাফিজকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মরদেহ বিএসএমএমইউতে আছে এখন। তার কোনো স্বজন সাথে না থাকায় আমি শাহবাগ থানাকে জানিয়েছি, পুলিশ এসে লিগ্যাল ইস্যু আছে কিনা দেখছে।’
হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি তিনি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন।
১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় জন্ম হয় হেলাল হাফিজের। ১৯৮৬ সালে তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয়। এ পর্যন্ত ৩৩ বারেরও বেশি বইটির মুদ্রণ হয়েছে। লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন।
১৯৮৬ সালে প্রথম কবিতাগ্রন্থ ‘যে জ্বলে আগুন জ্বলে’ প্রকাশের পর জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন কবি।
দেশে স্বৈরাচারবিরোধী আন্দোলেন সময় তার লেখা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র পঙক্তি ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’ মিছিলে মিছিলে, স্লোগানে স্লোগানে উচ্চারিত হয়।
২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার আগে খালেকদাদ চৌধুরী পুরস্কারসহ নানা সম্মাননা পেয়েছেন তিনি।