সময় ডেস্ক
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর আড়াইটায় বিমানের ঢাক থেকে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাওয়া ওই ফ্লাইটে পাইলট থেকে কেবিন ক্রু- সব দায়িত্ব পালন করেছেন নারী কর্মীরা।
পাইলট হিসেবে ফ্লাইটটি পরিচালনা করেছেন বিমানের সিনিয়র ক্যাপ্টেন আলিয়া মান্নান ও ফার্স্ট অফিসার ফারিহা তাবাসসুম। এছাড়া ফ্লাইটের গ্রাউন্ড স্টাফ, ক্রুদের ব্রিফিং, চেক-ইন কাউন্টার, ফ্লাইট কভারেজ, ককপিট ক্রু হিসেবে যারা ছিলেন তাদের সবাই নারী।
বিমানের নারী কর্মীদের প্রতি সম্মান দেখিয়ে বিশ্ব নারী দিবসে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের নির্দেশনায় এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা।