সময় ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হরতাল অবরোধের নামে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। তারা মানবাধিকার লঙ্ঘন করছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সর্বপ্রথম মানবাধিকার লঙ্ঘন করেছেন।
শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র হত্যার চক্রান্ত ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।