চট্টগ্রামের ঐতিহ্য সিআরবির ‘হাতি বাংলো’

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদক 

দূর থেকে দেখলে মনে হবে পাহাড় চূড়ায় শুঁড় তুলে দাঁড়িয়ে আছে বিশাল হাতি।

হাতির আদলে রীর সিআ এলাকায় নির্মাণ হয় ডুপ্লেক্স এ বাড়িটি। সাধারণ লোকজনের কাছে এটি ‘হাতি বাংলো’ নামে পরিচিত।রেলওয়ে পূর্বাঞ্চলের মালিকানাধীন স্থাপনাটিতে হাতির রঙের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে ছাই রঙের প্রলেপ।

১৮৯৩ সালে সিআরবির পাহাড় চূড়ায় বাংলোটি নির্মাণ করা হয়। রেলওয়ের সংশ্নিষ্ট রা জানিয়েছেন, হাতির বাংলোটি নির্মাণ করা হয়েছে ‘েরো সিমেন্ট’ দিয়ে। ফেরো সিমেন্ট হচ্ছে এক ধরনের সিমেন্ট ও কংক্রিটের মিশ্রণ। স্থাপনা নির্মাণে যাতে ‘তার জালি’ ব্যবহূত হয়। ১৯৪০ সালে পিএল নেরভি নামে র এক স্থপতি ফেরো সিমেন্ট আবিস্কার করেন। ফলে শত বছর পার হলেও এখনও মজবুত তারজালি ও বালুর সঙ্গে এক ধরনের সিমেন্ট দিয়ে তৈরি হাতির বাংলোটি।

সিআরবি রেলওয়ে ের বাংলোর পাশে হাতি বাংলোটির দুইপাশে দুইটি করে চারটি এবং সামনে এবং পেছনে তিনটি করে ছয়টি জানালা রয়েছে। জানালাগুলিও গোলাকার। বাংলোর সামনের দিকে হাতির সুরের মত যে বারান্দাটি রয়েছে সেটিতেও গোলাকার দুইটি ফুটো রয়েছে। যা দেখতে অনেকটা হাতির চোখের মত। ভবনটির নিচ তলায় দুইটি এবং উপরে একটি কক্ষ রয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে পুরোটা বিবর্ণ হয়ে গেছে। বেশিরভাগ অংশেই জমে গেছে শ্যাওলা। সবমিলিয়ে ধ্বংস হতে চলেছে সিআরবির ইতিহাস-ঐতিহ্যের অন্যতম একটি স্থাপনা। তবে পাহাড়ের উপর নির্মিত ভবনটির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য্য সবাইকে মুগ্ধ করে। প্রকৃতি নিজের হাতেই ওই এলাকাকে সায়ে দিয়েছে।

কালের সাক্ষী এই বাংলোটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রক্ষার উদ্যোগ নিলে এটি হয়তো পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি থাকার স্থানে পরিণত হতো।

এপিএম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার

জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছ। শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতান...

নদীর পাড়ে নাস্তা করছিলেন পর্যটকরা, আকস্মিক বন্যায় ভেসে গিয়ে ৭ জনের মৃত্যু

পাকিস্তানে আকস্মিক বন্যার ফলে তীব্র স্রোতে একই পরিবারের ১৮ জন সদস্য ভেসে যাওয়ার পর কমপক্ষে ৭ জনের মৃত্যু...

হযরত ইউসুফ (আঃ) এর কবরে ইহুদিরা, আটকে রাখল ফিলিস্তিনিরা

ফিলিস্তিনের পশ্চিমতীরের নাবলুসে হযরত ইউসুফ (আঃ) এর কবরে গিয়েছিল ইহুদিরা। তবে ইসরায়েলি সেনাদের না বলে যাওয়ায় সেখানে তাদের...

আগামীর রাজনীতি যেন আবার ফ্যাসিবাদের জন্ম না দেয়: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর রাজনীতি যেন আবার ফ্যাসিবাদের জন্ম না দেয়। বরং জন-প্রত্যাশা যেন...