নিজস্ব প্রতিবেদক
দূর থেকে দেখলে মনে হবে পাহাড় চূড়ায় শুঁড় তুলে দাঁড়িয়ে আছে বিশাল এক হাতি।
হাতির আদলে নগরীর সিআরবি এলাকায় নির্মাণ করা হয় ডুপ্লেক্স এ বাড়িটি। সাধারণ লোকজনের কাছে এটি ‘হাতি বাংলো’ নামে পরিচিত।রেলওয়ে পূর্বাঞ্চলের মালিকানাধীন স্থাপনাটিতে হাতির রঙের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে ছাই রঙের প্রলেপ।
১৮৯৩ সালে সিআরবির পাহাড় চূড়ায় বাংলোটি নির্মাণ করা হয়। রেলওয়ের সংশ্নিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, হাতির বাংলোটি নির্মাণ করা হয়েছে ‘ফেরো সিমেন্ট’ দিয়ে। ফেরো সিমেন্ট হচ্ছে এক ধরনের সিমেন্ট ও কংক্রিটের মিশ্রণ। স্থাপনা নির্মাণে যাতে ‘তার জালি’ ব্যবহূত হয়। ১৯৪০ সালে পিএল নেরভি নামে ইতালির এক স্থপতি ফেরো সিমেন্ট আবিস্কার করেন। ফলে শত বছর পার হলেও এখনও মজবুত তারজালি ও বালুর সঙ্গে এক ধরনের সিমেন্ট দিয়ে তৈরি হাতির বাংলোটি।
সিআরবি রেলওয়ে পুলিশ সুপারের বাংলোর পাশে হাতি বাংলোটির দুইপাশে দুইটি করে চারটি এবং সামনে এবং পেছনে তিনটি করে ছয়টি জানালা রয়েছে। জানালাগুলিও গোলাকার। বাংলোর সামনের দিকে হাতির সুরের মত যে বারান্দাটি রয়েছে সেটিতেও গোলাকার দুইটি ফুটো রয়েছে। যা দেখতে অনেকটা হাতির চোখের মত। ভবনটির নিচ তলায় দুইটি এবং উপরে একটি কক্ষ রয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে পুরোটা বিবর্ণ হয়ে গেছে। বেশিরভাগ অংশেই জমে গেছে শ্যাওলা। সবমিলিয়ে ধ্বংস হতে চলেছে সিআরবির ইতিহাস-ঐতিহ্যের অন্যতম একটি স্মারক স্থাপনা। তবে পাহাড়ের উপর নির্মিত ভবনটির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য্য সবাইকে মুগ্ধ করে। প্রকৃতি নিজের হাতেই ওই এলাকাকে সাজিয়ে দিয়েছে।
কালের সাক্ষী এই বাংলোটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রক্ষার উদ্যোগ নিলে এটি হয়তো পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি থাকার স্থানে পরিণত হতো।
এপিএম