সময় ডেস্ক
ওপার বাংলার দর্শকনন্দিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি একাধারে অভিনেত্রী, ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি বেশ সরব। আর তাই শ্রীলেখার প্রতিটি পোস্ট হয়ে যায় ভাইরাল।
তবে এখন নতুন খবর হচ্ছে এবার ঢাকায় আসছেন এই অভিনেত্রী। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন শ্রীলেখা নিজেই। বুধবার (১১ জানুয়ারি) দুটো ছবি পোস্ট করে শ্রীলেখা ক্যাপশনে লেখেন , “আমার শেকড় বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।”
জানা যায়, ১৫ জানুয়ারি দুপুরে ঢাকার উদ্দেশ্যে কলকাতা থেকে বিমানে চড়বেন তিনি।

আসছে ১৪ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে প্রদর্শিত হবে এই অভিনেত্রীর নির্মিত সিনেমা ‘এবং ছাদ’। স্বল্পদৈর্ঘ্য এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয় ও প্রযোজনা করেছেন তিনি নিজেই।
১৪ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নয় দিনব্যাপী চলবে এ আসর। বিশ্বের ৭১ দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবার। ২২ জানুয়ারি পর্দা নামবে উৎসবের।