আগের দিনে ১৯ রানে দিন শেষ করে ভারত। দ্বিতীয় দিনের প্রথম সেশনের শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক লোকেশ রাহুল। এরপরে একে একে বিদায় নেন শুভমান গিল ও চেতেশ্বর পূজারা। প্রথম সেশন শেষে ৩ উইকেট হারিয়ে ৮৬ রান তুলেছে ভারত।
শুক্রবার (২৩ ডিসেম্বর) ঢাকায় দ্বিতীয় টেস্টের দিনের শুরুতে প্রথম সেশনে আগের দিনের অপরাজিত ব্যাটার লোকেশ রাহুল প্যাভিলিয়নে ফেরেন। দলীয় ২৭ রানের মাথায় ফেরেন। তাকে প্যাভিলিয়নে ফেরান স্পিনার তাইজুল ইসলাম।
রাহুলের বিদায়ের পর শুভমান গিলও খুব বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। তাইজুলের বলে লেগ বিফোরের ফাঁদে পরে ২০ রান করে ফেরেন তিনি। আগের ম্যাচে চট্টগ্রামে দারুণ খেলা চেতেশ্বর পূজারা ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বলার মতো কিছুই করতে পারেননি।
দলীয় ৭২ রানে তাকেও ফিরিয়ে দেন লোকেশ রাহুল। মমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার। প্রথম সেশন শেষে বিরাট কোহলি ১৮ ও ঋষভ পান্থ ১২ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের হয়ে ২৫ রানে ৩ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম।