স্থানীয় প্রতিনিধি:–সুস্হ সুন্দর দেহ গঠন ও আত্নরক্ষা মূলক জীবনের জন্য সেন্ট প্লাসিড’স স্কুল এন্ড কলেজে পুনরায় ২০২২ সেশনে ও কারাতে ক্লাস শুরু করেন
স্কুলের প্রিন্সিপাল ব্রাদার সুব্রত ডি রোজারিও, এতে প্রধান অতিথি হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলিম স্যার উপস্থিত থেকে কারাতে ক্লাসের উদ্বোধন করেন। আরো উপস্হিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক এবং কারাতে কো-অর্ডিনেটর রিচার্ড রেবেরিও, সহকারী শিক্ষক ও সহ কারাতে কো-অর্ডিনেটর তারেক উদ্দীন,জসমন বড়ুয়া, আরো উপস্থিত ছিলেন শিক্ষক উদয় শংকর
কারাতে সহকারী কোচ স্বাধীন আহমেদ,বিপ্লব আচার্য।
প্রধান অতিথি বোর্ডের সচিব আবদুল আলিম স্যার বলেন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও আত্নরক্ষার জন্য কারাতের কোন বিকল্প নেই। বর্তমান কোভিড হতে নিজেকে রক্ষা করতে হলে ইমিয়ন স্ট্রং করতে হয়। আর কারাতে প্রশিক্ষনের মাধ্যমে আত্নরক্ষা, ইমিউনিটি স্ট্রং সহ সুস্হ সুন্দর জীবন গঠন ছাড়াও জাতীয় – আন্তর্জাতিক খেলোয়ার হওয়ার সুযোগ আছে।
তাই আমি মনে করি প্রতিটা স্কুল -কলেজে ছেলেমেয়ে দের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার জন্য পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে কারাতে খেলাকে জোরদার করা প্রয়োজন
কারাতে ক্লাস উদ্বোধনী সঞ্চালনায় ছিলেন স্কুলের সহকারী শিক্ষক হারুন অর রশিদ,পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ ও রেফারী এবং আন্তর্জাতিক কারাতে রেফারী স্কুলের চিফ কোচ সেনসী এ বি রনি, ৫ম ড্যান বিকেএফ ও ওয়ার্ল্ড কারাতে সোতো কনফেডারেশন।