উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতুর

Date:

Share post:

প্রধানমন্ত্রী খ হাসিনা পুর ১২টার দিকে পদ্মা সেতুর উদ্বোধন করেন।

এরআে শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটে টোল দিয়ে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর উদ্বোধনী ফলক উন্মোচন মঞ্চে যান তিনি।

তার আগে মাওয়া সুধী সমাবেশস্থলে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুতে তিনি দেশবাসীকে শ্রদ্ধা ও ভালোবাসা জানান।

নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত জানানোর বাংলাদেশের মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছে, সে কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “আমি বাংলাদেশের মানুষকে স্যালুট জানাই।”

প্রধানমন্ত্রী বলেন, “যখন সেতু নির্মাণ করতে যাই, অনেক ষড়যন্ত্র হয়েছিল। আমাদের অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। মিথ্যা অপবাদ দেওয়া হয়। শত প্রতিকূলতা সত্ত্বেও যারা এ সেতু নির্মাণের সঙ্গে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই দেশবাসীর প্রতি।”

শেখ হাসিনা ও বলেন, “ধন্যবাদ জানাই নদীর দুই প্রান্তের মানুষের প্রতি। তারা নির্দ্বিধায় নিজের জায়গা ছেড়ে দিয়েছেন। আজ বাংলাদেশের মানুষ গর্বিত। আমিও আনন্দিত ও গর্বিত।”

প্রধানমন্ত্রী বলেন, “অনেক ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা সেতু নির্মাণে সক্ষম হয়েছি। এ সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের সক্ষমতার প্রমাণ। এ সেতু আমাদের প্রত্যয়।”

শেখ হাসিনা বলেন, “পদ্মা সেতুর ৪২টি স্তম্ভ। এ স্তম্ভ যেন স্পর্ধিত বাংলাদেশের প্রতিচ্ছবি।”

জাতির তার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন “আমরা কখনো মাথা নোয়াি। বঙ্গবন্ধু আমাদের মাথায় নোয়াতে শেখান নাই। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি জীবনের জয়গান গেয়েছেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

কমনওয়েলথ সম্মেলনে যাবেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আগামী ২১-২৬ অক্টোবর দ্বীপরাষ্ট্র সামোয়ার রাজধানী আপিয়ায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সম্মেলনে যাবেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ...

৮৪ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ

বর্তমানে বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মেটার হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের মেসেঞ্জার হলো একটি আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়্যার, ক্রস-প্ল্যাটফর্ম, সেন্ট্রালাইজড ইন্সট্যান্ট...

২০২৫ সালের মধ্যে আগামী জাতীয় নির্বাচন

২০২৫ সালের মধ্যে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার রাতে...

দেশে ফিরছেন না সাকিব

সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পেয়ে সাকিব আল হাসানকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড...