বৃষ্টির কারণে ‘কোক স্টুডিও বাংলার কনসার্ট’ শুরু হওয়া না হওয়ার দ্বিধাদ্বন্দ্ব চলছিল সেই সকাল থেকেই। শেষ পর্যন্ত সুখবর দিয়েছে কনসার্ট কর্তৃপক্ষ।
দুপুর ১টা ৩০ মিনিটে কনসার্ট মাঠের দরজা দর্শকদের জন্য খোলার কথা থাকলেও বৃষ্টির কারণে বিকাল ৪টা পর্যন্ত সেটি খুলতে পারেনি আয়োজকরা। পরবর্তীতে কয়েক দফা সময় পেছানো হয়।
শুরুতে শোনা যায়, ভেন্যুর ফটক খোলা হবে বিকেল ৫ টায় এবং ৭টায় শুরু হবে কনসার্ট। কিন্তু শেষ পর্যন্ত সুরের মূর্ছনায় ভাসাতে নতুন সময় ঠিক করা হয়েছে রাত ৮ টায়। তবে বৃষ্টির বাধা না থাকলেই কেবল আয়োজন শুরু হবে বলে জানিয়েছে কোক স্টুডিও বাংলা।
দুই হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি। আর সেই সুবাদেই এত আয়োজন।
যদিও ট্রফি দেখতে না পারলেও প্রিয় শিল্পীর গান শুনতে আগেই রেজিস্ট্রেশন সেরেছেন প্রায় ২৫ হাজার দর্শনার্থী। যেখানে গান গাইতেন জেমস, মমতাজ, অর্ণব, তাহসানসহ অনেকেই।