ডেস্ক নিউজ: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান আর নেই।
শুক্রবার (১৩ মে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আমিরাতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়ামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্সিয়াল অ্যাফায়ার্স বিষয়ক মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হিজ হাইনেস শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের জনগণ, আরব এবং ইসলামিক জাতি- সর্বোপরি বিশ্ববাসীকে সমবেদনা জানায়।’
শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ইউএই’র প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক হিসেবে ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে দায়িত্ব পালন করছেন।