ডেস্ক নিউজ: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণকালে মতিঝিল থেকে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, তিনি বলতে পারেননি।
মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এনামুল হক মিঠু জানান, ২০২০ সালের গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় তাকে মতিঝিল থানা পুলিশ গ্রেফতার করে।