ডেস্ক নিউজ: অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক রেমিট্যান্সে বড় ধস নেমেছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে। মহামারির মধ্যেও গত অর্থবছরে উল্লম্ফন থাকা প্রবাসীদের আয়ে মাসটিতে বিপরীত চিত্র দেখা যায়। তবে এর পরের মাস অর্থাৎ সদ্য বিদায়ী মার্চ মাসে ফের ঘুরে দাঁড়িয়েছে রেমিট্যান্স। মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা মোট ১৮৬ কোটি ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় (প্রতি এক ডলার সমান ৮৬ টাকা হিসাবে) ১৫ হাজার ৯৯৬ কোটি টাকা।
মার্চ মাসে ছয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক- অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও বিডিবিএল পেয়েছে ৩৩৩.৩৯ মিলিয়ন মার্কিন ডলার এবং রাষ্ট্রৗয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক পেয়েছে- ৩০.৮০ মিলিয়ন মার্কিন ডলার।
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক ১২১.৫৯ মিলিয়ন মার্কিন ডলার, জনতা ব্যাংক ৫৭.৯৫ মিলিয়ন মার্কিন ডলার, রূপালী ব্যাংক ৪৫.৬৭ মিলিয়ন ডলার, সোনালী ব্যাংক ১০৮.০১ মিলিয়ন মার্কিন ডলার এবং বেসিক ব্যাংক ০.১৭ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে। এছাড়া, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা ১,৪৮৭.৩৫ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন।