ডেস্ক নিউজ:ইউক্রেনে তাণ্ডব চালাচ্ছে রাশিয়া। এবার যুদ্ধবিধ্বস্ত দেশটির রাজধানীতে কিয়েভ জুড়ে কারফিউ জারি করা হয়েছে। যা সোমবার সকাল পর্যন্ত বলবৎ থাকবে।
শনিবার সন্ধ্যায় কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, “যেসব নাগরিককে এসময় রাস্তায় দেখা যাবে, তাদেরকে শত্রু পক্ষের অন্তর্ঘাতী বাহিনীর সদস্য হিসাবে বিবেচনা করা হবে।”
কিয়েভের কর্তৃপক্ষ জানিয়েছে, কারফিউ চলাকালীন যেসব নাগরিককে রাস্তায় দেখা যাবে, তাদের শত্রুপক্ষের অন্তর্ঘাতী বাহিনীর সদস্য হিসেবে বিবেচনা করা হবে।
এর আগে একটি ঘোষণায় জানানো হয়, কারিফউ জারি থাকবে প্রতি দিন স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত। মেয়রের দপ্তর থেকে এরপর কারফিউ-এর হালের এই মেয়াদ ব্যাখ্যা করা হয়। বলা হয় যে কারফিউ বর্তমানে বলবৎ আছে এবং তা সোমবার স্থানীয় সময় সকাল ৮টার আগে উঠবে না।