ডেস্ক নিউজ:ইউক্রেনে চলছে রুশ আগ্রাসন। বিভিন্ন দেশে সাহায্যে চেয়ে পাননি ইউক্রেন সরকার। তবে যুদ্ধবিধ্বস্ত দেশের পাশে দাঁড়ালেন ফ্রান্স ও পোল্যান্ড। ইতোমধ্যে মধ্যে ইউক্রেনে গোলাবারুদসহ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে পোল্যান্ড।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিওস ব্লাকজ্যাক এক টুইটবার্তায় বলেন, এটি ইউক্রেনে সামরিক সহায়তার প্রথম প্রকাশ্যে চালান।
তিনি বলেন, আমরা ইউক্রেনকে গোলাবারুদসহ সামরিক সরঞ্জাম পাঠিয়েছি। ইতোমধ্যে আমাদের দেওয়া সব সরঞ্জাম ইউক্রেন সেনাদের কাছে পৌঁছেছে।
এদিকে, ফ্রান্স অবশ্য ইউক্রেনের সহায়তায় ইতোমধ্যে ৫০০ সেনা পাঠাচ্ছে। পার্শ্ববর্তী দেশ রোমানিয়ায় সেনা উপস্থিতি জোরদার করতে এ পদক্ষেপ নিয়েছে ফ্রান্স।