প্রায় দুই বছর পর দেশের বাইরে কনসার্টে অংশ নিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। দেশটিতে বসবাসকারী বাংলাদেশিদের গান শোনালেন বলে সালমা জানান।২৭ জুলাই স্থানীয় সময় রাতে একটি শহরে কনসার্টে অংশ নেন তিনি।
কণ্ঠশিল্পী সালমা বলেন,২ বছর পর আমি দেশের বাইরে কনসার্টে অংশ নিয়েছি। ২০১৫ সালে সর্বশেষ মরিসাসে শো করেছি। অনেকদিন পর আবারও দেশের বাইরে শো করবো ভেবে খুব ভালো লাগছে। দেশের বাইরে গিয়ে দেশের মানুষকে গান শোনানো অনেক ভালো লাগার একটি কাজ। প্রবাসী বাংলাদেশিরা দেশকে মিস করেন বলেই আমাদের নিমন্ত্রণ করেন। পছন্দের সব গান শুনিয়েই তাদের মন ভরানোর চেষ্টা করেছি।
এদিকে বেশকিছু গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ‘বানিয়া বন্ধু’-খ্যাত জনপ্রিয় এই শিল্পী। ঈদুল আজহাকে ঘিরে প্রকাশ হবে তার নতুন গানের মিউজিক ভিডিও। জিয়াউদ্দিন আলমের কথায় ‘আশায় আশায়’ শিরোনামে গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে এড বক্স এর ব্যানারে।
এছাড়া স্টেজ শো ও টেলিভিশন শো তো আছেই। ঈদুল ফিতরে প্রকাশ হয় সালমার ১১তম একক অ্যালবাম ‘মন মাঝি’। গানগুলো শ্রোতাদের কাছে বেশ প্রশংসা পেয়েছে।
দক্ষিন কুরিয়া মাতালেন সালমা।
Date:
Share post: