চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরে রাতে দুবুত্তরা ৭৫ বছরের বৃদ্বকে কুপিয়ে ও শ্বাসরুদ্ব করে হত্যা করেছে।

Date:

Share post:

বৃদ্ব রফিক আলম চৌধুরী প্রকাশ ছুট্ট মিয়া চৌধুরীকে শয়ন কক্ষে রশি দিয়ে হাত পা বেধে কাপড় দিয়ে মুখ বেধে কুপিয়ে ও শ্বাসরুদ্ব করে হত্যা করে । দুবৃত্তরা রফিক আলম চৌধুরী প্রকাশ ছুট্ট মিয়া চৌধুরীর লাশ তার শোয়ার কক্ষে ফেলে রেখে চলে যায় । এই ঘটনার সময়ে দুর্বৃত্তরা রফিক আলম চৌধুরীর শোয়ার রুমের আলমিরা ভেঙ্গে আলমিরা থেকে মুল্যবান মালামাল নিয়ে যায় । গত ২৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা সংগঠিত হয় । গতকাল ২৮ জুলাই শুক্রবার সকালে দুবৃত্তের হাতে নিহত রফিক আলম চৌধুরী প্রকাশ ছুট্ট মিয়ার পুরানো পাকা ভবনের পার্শ্বে আরো একটি ভবন নির্মান করছে । পাকা ভবন নির্মান কাজের শ্রমিকেরা কাজ করার জন্য গেলে রফিক আলম চৌধুরীর পুরানো পাকা ভবনে গিয়ে রফিক আলম চৌধুরীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পাকা ঘর নির্মান কাজের লোকজন নিহত রফিক আলম চৌধুরী প্রকাশ ছুট্ট মিয়ার ভাতিজা কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরীকে গিয়ে সংবাদ দেয় বলে কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী জানান । কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী বলেন আমার চাচার সাথে কারো কোন শত্রুতা ছিলনা । কারা আমার চাচাকে হত্যা করেছে তাদের বিচার দাবী করছি ।ঘটনার সংবাদ পেয়ে রাউজান রাঙ্গুুিনয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্যাহ সহ রাউজান থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের ছুরত হাল রিপোর্ট তৈয়ার করে লাশটি উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করার জন্য রাউজান থানায় নিয়ে আসেন । রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্যাহ বলেন দুবৃত্তের হাতে নিহত রফিক আলম চৌধুরী প্রকাশ ছুট্ট মিয়ার সাথে জায়গা জমি নিয়ে এলাকায় বিরোধ রয়েছে । জায়গা জমির বিরোধ সংক্রান্ত বিষয়ে নিহত রফিক আলম চৌধুরী রাউজান থানায় দায়ের করা অভিযোগ রয়েছে । রফিক আলম চৌধুরীর লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এই হত্যাকান্ডের ব্যাপারে নিহত রফিক আলম চৌধুরীর পরিবারের সদস্যরা মামলা করার প্রস্তুতি চলছে বলে রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্যাহ জানান । নিহত রফিক আলম চৌধুরী প্রকাশ ছুট্ট মিয়ার ছেলে মঈন উদ্দিন জানান মঈন উদ্দিন ও তার মাতা নাসরিন আকতার, প্রতিবন্দ্বী এক ভাই আজিম উদ্দিন সহ মঈন উদ্দিনের পরিবারের সদস্যরা চট্টগ্রাম শহরে থাকেন । পাকা ভবনের পেছনে খোলা দরজা দিয়ে দুবৃত্তরা রফিক আলম চৌধুরীর শোয়ার কক্ষে প্রবেশ করে এই হত্যাকান্ড সংগঠিত করে ঘর থেকে আলমিরা ভেঙ্গে মালামাল নিয়ে যায় দুবৃত্তরা । রাউজানের কদলপুর এলাকায় হাফেজ বজলুর রহমান সড়কের পার্শ্বে ছ্ট্টু মিয়া চৌধুরীর বাড়ীতে ৪ একর আয়তনের বসত ভিটায় বিশাল আয়তনের একতলা পাকা ভবনে রফিক আলম চৌধুরী একা বসবাস করতো । ঐ পাকা ভবনে রফিক আলম চৌধুরী নিজেই রান্না করে আহার করতো । নিহত রফিক আলম চৌধুরী প্রকাশ ছুট্ট মিয়ার ছেলে মঈন উদ্দিন জানান গতকাল শুক্রবার সকালে ঘটনার সংবাদ পেয়ে পরিবারের সদস্যদেরকে নিয়ে বাড়ীতে আসেন । নিহত রফিক আলম চৌধুরী প্রকাশ ছুট্ট মিয়ার ছেলে মঈন উদ্দিন ও এলাকার লোকজন জানান পুর্বে দুইবার রাতে নিহত রফিক আলম চৌধুরীর ঘরে দুর্বৃত্তরা হানা দিয়ে দুইবারে দুই লাখ টাকা রফিক আলম চৌধুরী প্রকাশ ছ্ট্টু মিয়ার কাছ থেকে নিয়ে যায় । সর্ব শেষ গত রমজান মাসে দুবৃত্ত দলের সদস্যরা হানা দিয়ে নিহত রফিক আলম চৌধুরীর ঘর থেকে এক লাখ টাকা নিয়ে যায় । দুবৃত্তের হাতে রফিক আলম চৌধুরী প্রকাশ ছুট্ট মিয়া নিহত হওয়ার ঘটনায় রাউজানের কদলপুরের সাধারন মানুষ চরম আতংকের মধ্যে রয়েছে বলে এলাকার লোকজন জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আবারো এস আলমে আগুন 

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের চিনির গুদামের পর এবার তেলের মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের...

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...