ডেস্ক নিউজ: চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ৫ ইউনিট কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত কমিটিসমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনে সকল ওয়ার্ড কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা হলেন—
১. কোতোয়ালী থানা: আহ্বায়ক- এন মোহাম্মদ রিমন, সদস্য সচিব: আবদুল্লাহ আল হাসান মানিক। যুগ্ম আহ্বায়ক- ১. আবু সালেহ আবিদ ২. মোহাম্মদ ইমরান ৩. কিং মোতালেব ৪. হাবিবুর রহমান চৌধুরী ৫. আলী আক্কাস খান ৬. আইনুল ইসলাম জুয়েল ৭. মো. ওয়াহিদুল ইসলাম কার্জন ৮. আমিনুল ইসলাম রুবেল ৯. মো. মোবারক হোসেনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
২. ডবলমুরিং থানা: আহ্বায়ক- আকতার হোসেন বাবলু, সদস্য সচিব: মো. নোমান শিকদার সোহাগ। যুগ্ম আহ্বায়ক- ১. দেলোয়ার হোসেন জনি ২. সজল বড়ুয়া ৩. মো. আফসার উদ্দিন ৪. মজিবর রহমান বাবু ৫. রকিব উদ্দিন ৬. ফজলুর রহমান মুন্না ৭. হানিফ খান রুবেল ৮. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ৯. মো. সাদ্দামসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৩. সদরঘাট থানা: আহ্বায়ক- ইয়াসির আরাফাত, সদস্য সচিব: আনোয়ারুল আবেদীন মুন্না। যুগ্ম আহ্বায়ক- ১. ফারুক আহমেদ ২. নুর ইসলাম নুরু ৩. আল আমিন ৪. ফয়সাল আহমেদ ৫. পারভেজ পারু ৬. আবদুল মোনাফ টুটুল ৭. মুহিদুল ইসলাম তুহিন ৮. মো. সাগর ৯. এম এ রাজুসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৪. চকবাজার থানা: আহ্বায়ক- রিদুয়ানুল হক (রিদু), সদস্য সচিব: শহিদুল ইসলাম শহিদ। যুগ্ম আহ্বায়ক- ১. খালেদ বিন মাহামুদ (মিঠু) ২. জাবেদ জোবায়ের ৩. ইলিয়াস জিকু ৪. মোহাম্মদ আব্দুল আউয়াল ৫. আরিফ মঈনুদ্দীন সিকদার ৬. জালাল উদ্দিন জনি ৭. মঈনউদ্দীন (রানা) ৮. নবী হোসেন ৯. রাইসুল ইসলাম অভিসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৫. চান্দগাঁও থানা: আহ্বায়ক- সাজিদ হাসান রনি, সদস্য সচিব: মোহাম্মদ শহীদুজ্জামান শহীদ। যুগ্ম আহ্বায়ক- ১. জহুরুল ইসলাম জহির ২. আনোয়ার হোসেন বাদশা ৩. আশরাফ উদ্দিন টিপু ৪. হোসাইন মোহাম্মদ মাসুম ৫. কামাল হোসেন খোকন ৬. মিনহাজ উদ্দিন সোহেল ৭. এস এম জামাল উদ্দিন ৮. দেলোয়ার হোসেন খোকা ৯. ইসহাক জয়সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
ঘোষিত কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে অধীনস্থ সব ওয়ার্ড কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।