ডেস্ক নিউজ:শুরু হচ্ছে আইপিএল সিজন, সাকিব আল হাসান অবিক্রিত থাকলেও দুই কোটি রুপির বিনিময়ে মুস্তাফিজুর রহমানকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হয় ২০২২ আসরের মেগা নিলাম। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে জমকালো এ অনুষ্ঠান।
শুরুতেই টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ঘোষণা দেন চেয়ারম্যান ব্রিজেশ পাটেল। ভিভো থেকে পরিবর্তিত হয়ে আইপিএলের নতুন স্পন্সর এখন টাটা গ্রুপ।
এবার আইপিএলে মোট ৫৯০ জন ক্রিকেটার নিলামের তালিকায় আছে। এর মধ্যে ৩৭০ জন ক্রিকেটার ভারতীয়। ২২০ জন বিদেশি।