ডেস্ক নিউজ: স্ত্রী অসুস্থ, চিকিৎসার ব্যয় মেটাতে পিকআপ চুরি করে বিক্রি চেষ্ঠার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চোরাই যাওয়া পিকআপ গাড়ী উদ্বার করা হয়।
শুক্রবার (১১ ফেব্রুয়ারী) বিকালে নগরীর টাইগারপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ।
আসামির নাম মো.আসিফ করিম রনি(২৭)। বাবার নাম মো. রেজাউল করিম।
এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার বলেন, একটি পিকআপ চুরির অভিযোগে আসামী আসিফ করিমকে আমরা সন্দেহজনক ভাবে আটক করি। পরবর্তী জিজ্ঞাসাবাদে আসামীর দেওয়া তথ্য মতে কর্নফুলী থানার ফকিরনিরহাট বাছা কোম্পানীর গ্যারেজ থেকে চোরাই যাওয়া পিকআপ গাড়ী উদ্বার করে।গ্রেফতারকৃত আসামী আরো জানায় যে, নিজের স্ত্রীর চিকিৎসার ব্যয়ভার ও মোটরসাইকেল কিনার টাকা যোগাড় করার জন্য সে গাড়ীটি চুরি করেছে।
আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।