ডেস্ক নিউজ: ই-কর্মাস প্রতিষ্ঠান ইভ্যালির বিলাসবহুল ৭ গাড়ি নিলামে বিক্রির চেষ্টা চলছে। এ গাড়িগুলো কিনতে নিলাম কার্ড সংগ্রহ করেছেন ১৩০ জন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ধানমণ্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ নিলাম অনুষ্ঠিত হচ্ছে।
এরআগে, গত সোমবার (৭ ফেব্রুয়ারি) গাড়িগুলো নিলামে বিক্রির জন্য ১০ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করে দিয়েছেন হাইকোর্ট।
জানা গেছে, নিলামের তালিকায় রয়েছে একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রায়াস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস। এসব গাড়ির ন্যূনতম মোট মূল্য ঘোষণা করা হয়েছে দুই কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা।