ডেস্ক নিউজ: যোগ্য প্রার্থীকে বেছে নিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় সমিতির মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,গেল ২৮ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনারের কার্যালয়। এবারের নির্বাচনে সর্বমোট মোট ১৯টি পদে ৪০ জন প্রার্থী পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ, বিএনপি সমর্থিত ঐক্য ফোরাম পূর্ণ প্যানেলে নির্বাচনে লড়ছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক, সহসম্পাদক পদে দুই জন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন লড়ছেন।
এছাড়া মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে স্বতন্ত্র সাধারণ সম্পাদক ও সহসম্পাদক পদে নির্বাচনে একজন অংশগ্রহণ করছেন। এর মধ্যে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দু জন প্রার্থীর মধ্যে রয়েছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এম এ (আবু মোহাম্মদ) হাসেম।
অন্যদিকে আইনজীবী ঐক্য ফোরামের প্রার্থী হয়েছেন মো. এনামুল হক। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্ধিতা করছেন। এদের মধ্যে গত বারের সাধারণ সম্পাদক সমন্বয় পরিষদের অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন এবারো একই পদে লড়ছেন।