ডেস্ক নিউজ: সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলায় পাঁচদিন আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. লিয়াকত আলীকে চট্টগ্রাম কেন্দ্রেীয় কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে প্রিজন ভ্যানে কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজার কারাগারে স্থায়ী কনডেম সেল না থাকায় প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে।
এর আগে ৩১ জানুয়ারি মেজর সিনহার হত্যার দায়ে প্রদীপ কুমার দাশ ও মো. লিয়াকত আলীকে ফাঁসির আদেশ দেয় আদালত। একই সঙ্গে এ মামলায় অভিযুক্ত ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।