গায়িকা ইভা রহমান আবারও বিয়ে করেছেন। গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ইভার। গায়িকা নিজেই এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।
ইভা রহমান জানান, গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তার। তার স্বামীর নাম সোহেল আরমান। তিনি একজন ব্যবসায়ী ও ঢাকারই ছেলে।
ইভা বলেন, ‘একদম ঘরোয়া পরিবেশে কাছের আত্মীয়স্বজনরা তার বিয়েতে উপস্থিত ছিলেন। নতুন করে জীবনটা শুরু করলাম। সবার দোয়া চাই, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন সুখে থাকি।’
এর আগে একজন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বকে বিয়ে করেন ইভা রহমান। তার সঙ্গে বেশ অনেক আগেই তার ছাড়াছাড়ি হয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিয়ে করলেন ইভা রহমান
Date:
Share post: