ডেস্ক নিউজ: করোনা ভাইরাসের আরও ৩ লাখ ১৩ হাজার টিকার ডোজ চট্টগ্রামে এসেছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাতটায় সিভিল সার্জন কার্যালয়ে এসব টিকা এসে পৌঁছায়।
চট্টগ্রাম সিভিল সার্জল ডা. সেখ ফজলে রাব্বি এসব টিকা গ্রহণ করেন। এসময় টিকা ব্যবস্থাপনা পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সকালের দিকে সিনোর্ফামার ২ লাখ ৫৫ হাজার এবং মর্ডানার ৫৮ হাজার ৮০০ টিকা এসেছে। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করা প্রার্থীদের টিকা প্রদানের লক্ষে এ মাসে আর টিকা আসতে পারে বলেও জানান তিনি।
এর আগে গত ১৫ আগস্ট চট্টগ্রামে ৩ লাখ ৩৫ হাজার ডোজ টিকা এসেছিল। এই টিকার মধ্যে ১ লাখ ৩৬ হাজার ৮০ ডোজ মডার্না এবং ১ লাখ ৯৯ হাজার ২০০ ডোজ সিনোফার্মের টিকা ছিল।