ডেস্ক নিউজ: সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আগের দিনের তুলনায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ৬১ জন। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৬ হাজার ৫শ ৬৩ জন।
তাছাড়া ৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২ হাজার ৪৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ১ হাজার ৭শ ৪৩ জন। যা ছিল গত তিন মাসের দৈনিক করোনা প্রতিবেদনের সর্বনিম্ন সংখ্যা। দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন।
রবিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নতুন করে ৫ হাজার ৬০ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৭১ শতাংশ। সুস্থতার হার ৯৫ দশমিক ৮১ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।
করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৩১ জন, চট্টগ্রাম বিভাগের ২০ জন, রাজশাহী বিভাগের ৩ জন, খুলনা বিভাগের ৩ জন, বরিশাল বিভাগের ২ জন, সিলেট বিভাগের ৬ জন, রংপুর বিভাগের ৪ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন।