ডেস্ক নিউজ: সদ্য মুক্তি পাওয়া ‘নেটওয়ার্ক বাইরে’ সিনেমায় অভিনেতা অভিনেত্রী ৫ জন রাজধানীর গুলশানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর গুলশান এভিনিউয়ে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ বলছে, বেপরোয়া গতির কারণে ওই শিল্পীদের বহন করা ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে গাড়ির সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।
আহত অপর তিনজন হলেন, অভিনেতা খাইরুল বাশার, জোনায়েদ বোগদাদি এবং শরিফুল রাজের বন্ধু নাফিজ।
আহতদের উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৫ জনের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় আইসিইউ-তে স্থানান্তর করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অতিরিক্ত গতির কারণে বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে গুলশান এলাকায় একটি প্রাইভেটকার বিদ্যুুতের খুঁটিতে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।