ডেস্ক নিউজ:চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৫০৭ জনের প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৩ জনের।
সোমবার (৯ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রামের ৯টি ল্যাবে ২ হাজার ৩৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৮৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯১ হাজার ২৮ জন। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর ৬২৬ জন আর বাকি ৪৪৬ জন বিভিন্ন উপজেলার।