স্কুল বই থেকে গুজরাত দাঙ্গা বাদ দেওয়ার সুপারিশ

Date:

Share post:

তের স্কুল পাঠক্রম থেকে ইংরেজি, উর্দু, আরবি শব্দাবলী, রবীন্দ্রনাথের চিন্তা, শিল্পী মকবুল ফিদা হুসেনের উদ্ধৃতি, মির্জা গালিবের রচনা – ব বাদ দেওয়ার সুপারিশ করেছে একটি হিন্দুত্ববাদী শিক্ষা সংগঠন।

একই সঙ্গে গুজরাত আর শিখ দাঙ্গার বিষয়ও বাদ দেওয়ার কথা বলা হয়েছে।

এমন হিন্দি কবিতা বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে, যেটা পড়লে ছাত্রছাত্রীদের চরিত্র ‘খারাপ’ হয়ে যেতে পারে।

ভারতের ্রীয় পাঠ্যক্রম যায়ী পাঠ্যবই রচনা করে যে সংস্থা, তাদের কাছে ওইসব সুপারিশ পাঠিয়েছে ‘শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাস’ নামের আর এস এস ঘনিষ্ঠ সংগঠনটি।

ভারতে াতনী শিক্ষা ব্যবস্থা চালুর জন্য অনেকদিন ধরে দাবী করতে থাকা সংগঠন ‘শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাস’ বলছে হিন্দি, ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন পাঠ্যবইতে অনেকগুলি বিকৃত তথ্য, অসাংবিধানিক শব্দ, চরিত্র নষ্ট করার মতো কিছু বিষয় রয়েছে।

ভারতের কেন্দ্রীয় পাঠ্যক্রম অনুযায়ী পাঠ্যবই রচনা করে যে সংস্থা, সেই ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রি্চ এন্ড ট্রেনিং বা এনসিই আর টি-র কাছে পাঠানো পাঁচ পাতার একটি সুপারি সংগঠনটি এইসব বিষয়গুলি বাদ দিতে বলেছে।

হিন্দি পাঠ্যবই থেকে ভাইস চ্যান্সেলর, ওয়ার্কার, ব্যাকবোন, রয়্যাল একাডেমী, বেতরিব, তাকৎ, ঈমান, মেহমান-নওয়াজি ও ইলাকার মতো বেশ কিছু অ-হিন্দি শব্দ সরিয়ে নিতে বলা হয়েছে।

ওই ‘উত্থান ন্যাস’-এর সচিব অতুল কোঠারি বিবিসি বাংলাকে বলেছেন, “আমরা মূলত হিন্দি, ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান বিষয়গুলি নিয়েই সুপারিশগুলো পাঠিয়েছি। হিন্দি ভাষায় পড়ানোর সময়ে সেখানে ইংরেজি, আরবি, ফারসি, উর্দু শব্দ ব্যবহার করা হয়েছে। এটা ভাষাবিজ্ঞানের নিয়মের সঙ্গে মেলে না। তাই সেগুলিকে বাদ দিতে বলা হয়েছে।”

“এছাড়াও, ইতিহাসের ক্ষেত্রে ঔরঙ্গজেবকে একজন উদারমনস্ক শাসক বলা হয়েছে। এটা তথ্য বিকৃতি। শিবাজিকে নিয়ে মাত্র দু’লাইন লেখা হবে কেন? শিবাজী, মহারাণা প্রতাপ, সুভাষ চন্দ্র বসু, রবীন্দ্রনাথ, মদনমোহন ব্য – তাঁদের বিষয়ে বিস্তারিত যাতে পড়ানো হয়, সেই সুপারিশও করা হয়েছে,” বলছিলেন মি. কোঠারি।

এন সি আর টি-র কাছে পাঠানো তাদের সুপারিশে এও বলা হয়েছে, যেভাবে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা উদ্ধৃত করে জাতীয়তাবাদ ও মানবতাকে দু’টি পরস্পরবিরোধী মত বলে দেখানো হয়েছে, সেটা অনুচিত।

মির্জা গালিবের একটি শের আর শিল্পী মকবুল ফিদা হুসেনের রচনাও বাদ দিতে বলা হয়েছে।

মি. কোঠারি বলছিলেন, এসব যেমন ছাত্রদের পড়ানো অনুচিত, তেমনই দাঙ্গার মতো বিষয়গুলিও রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রমে রাখার কোনও দরকার নেই।

“১৯৮৪ সালের শিখ দাঙ্গা বা গুজরাতের দাঙ্গার বিষয়গুলি এসেছে পাঠ্যবইতে। এগুলো কি ছাত্রদের পড়ানো বিষয়? দাঙ্গা তো কতোই হয় দেশ- দুনিয়ায়। সেইসব বাচ্চাদের পড়িয়ে কী হবে?” প্রশ্ন মি. কোঠারির।

যদিও মি. কোঠারি বলছিলেন যে তাদের সুপারিশগুলো নিয়ে রাজনীতি করা হচ্ছে, তবে বিজেপি-কে হিন্দুত্ববাদী বলে যেভাবে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যবইতে, সেটাও বাদ দেওয়ার প্রস্তাব দেওয়ায় তারাই রাজনীতি টেনে এনেছেন বলে মনে করনে অনেক শিক্ষাবিদ।

শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বলেন, “রবীন্দ্রনাথ অসাম্প্রদায়িকতার একটা মূর্ত প্রতীক। তার ভাবনা চিন্তা বাদ দিতে বলা হচ্ছে! এরপরে হয়তো কোনদিন শুনব জনগণমন অধিনায়কও জাতীয় সঙ্গীত না রাখার দাবী উঠছে। গালিব বোধহয় এরকম কোনও দাবী উঠতে পারে ভেবেই হয়তো লিখেছিলেন ‘ডুবওয়া মুঝকো ইনহোনিনে’, অর্থাৎ আমাকে ডুবিয়ে দিল। এদের লেখা বাদ দেওয়ার কথা বলা হচ্ছে – এটা কি সাহস না দু:সাহস কী বলব জানি না।”

তবে যেভাবে গুজরাত দাঙ্গার প্রসঙ্গ বাদ দেওয়ার কথা উঠেছে, তা থেকে মি. ভাদুড়ীর মনে হচ্ছে, “ব্যাপারটা এমন নয় তো যে পাঠক্রম থেকে গুজরাত দাঙ্গা বাদ দেওয়ার জন্যই বাকি অনেক কিছু বাদ দেওয়ার সুপারিশ করা হচ্ছে?”

এই সুপারিশগুলো সামনে ার পরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে শিক্ষা মহলে।

পশ্চিমবঙ্গের স্কুল পাঠক্রম কমিটির প্রধান, অধ্যাপক অভীক মজুমদার বলছিলেন, “ভারত একটা বহু ধর্ম-সম্প্রদায়ের মিলন ক্ষেত্র। কোন একটা ষ ধর্মীয় গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি থেকে ভারতকে বিচার করতে গেলে সেটা খণ্ডিত, আংশিক হবে। আমার মনে হয় যারা এই সুপারিশ করছে, তারা ইতিহাসকেই অস্বীকার করতে চাইছেন। কেউ যদি দাঙ্গা কেন পাঠ্যবইতে থাকবে সেই প্রশ্ন তোলে, তাহলে কি তারা দেশভাগের সময়কার দাঙ্গার ইতিহাসও পড়াতে দিতে চাইছে না?

“এই অতি দক্ষিণপন্থী হিন্দুবাদীরা তো স্বাধীনতা সংগ্রামের সময়ে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছিল। এটার বহু প্রমাণ রয়েছে। আমাদের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন তো ইংরেজদের দান আর তা থেকেই তো দাঙ্গা। নিরপেক্ষভাবে ইতিহাসের বিচার করতে গেলে ইংরেজদের সমালোচনা হবে, সেটা ভেবেই কি দাঙ্গার প্রসঙ্গ বাদ দেওয়ার দাবী করা হচ্ছে? প্রশ্ন অধ্যাপক মজুমদারের।

শুধু শিক্ষা-মহল নয়, রাজনৈতিক দলগুলিও উত্থান ন্যাসের পাঠানো এইসব সুপারিশ নিয়ে সরব। আজ বিষয়টি সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভায় উত্থাপিত হয়।

উল্লেখ্য, উত্থান ন্যাস সংগঠনটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলেও তাদের ঘনিষ্ঠ।

তাই শিক্ষাবিদ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক নেতারা মনে করছেন, উত্থান ন্যাসের পাঠানো সুপারিশগুলো আসলে আরএসএসেরই চিন্তাভাবনার ফসল।

Source from: http://www.bbc.com/bengali/news-40722024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

বার্ন ইনস্টিটিউটে এখনো ভর্তি ৪০ দগ্ধ, ৫ জন সঙ্কটাপন্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে প্রাঙ্গণে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো পাঁচ জনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদেরকে নিবিড়...

বন্দরে দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক অপারেটর দরকার: চট্টগ্রামে নৌ উপদেষ্টা

নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর জন্য আন্তর্জাতিক অপারেটর দরকার। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

শেখ হাসিনা আমাদের ওপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এমন একটা দেশে আমরা বসবাস করি, যেখানে বাসের ও বিমানের...

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বৃহস্পতিবার (২৪ জুলাই) দিন শেষে দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন ডলার বা ৩ হাজার কোটি...