ডেস্ক নিউজ: চট্টগ্রামে নতুন করে আরও ১৫৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এসময় করোনায় কারো মৃত্যু হয়নি। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ১৯০ জন।
মঙ্গলবার (১৫ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের ১টি ল্যাবে মোট ৯৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫৮ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ১০৬ জন এবং বিভিন্ন উপজেলার ৫২ জন রয়েছেন।
মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৩ হাজার ৬৩১ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১১ হাজার ৫৫৯ জন রয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু। চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৬৪৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৪৫৩ জন এবং বিভিন্ন উপজেলার ১৯২ জন।