ডেস্ক নিউজ: চট্টগ্রামের চন্দনাইশে ৮ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৯ মে) দিনগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদর এলাকা সিঙ্গার শো-রুমের সামনে থেকে তাদের আটক করা হয়।
এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়। আটককৃতরা হলেন, গাজীপুরের শ্রীপুরের মৃত হানিফের ছেলে মো. মামুন (২৬) ও সাতকানিয়া বিত্তসি মোড়ের মৃত কবির আহমদের ছেলে মো. ছৈয়দ নুর (৪২)।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার তথ্যটি নিশ্চিত করে বলেন, মাদক পাচার নিয়ন্ত্রণের লক্ষ্যে চেক পোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশীর সময় শুক্রবার রাতে মিনি ট্রাকটি থামানো হয়।
এসময় দুজন পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের ধরে ফেলে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে মিনি ট্রাক থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি জানান, তাদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে।