ডেস্ক নিউজঃ বান্দরবানের রোয়াংছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭০টি বসতঘর। গতকাল সোমবার রাত ১টায় তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
স্থানীয়রা জানান, তালুকদার পাড়ার উয়াংসাউ মারমার ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পুরো পাড়ায় ছড়িয়ে পড়ে।
এতে ৭০টি বসতঘর ও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, তালুকদারপাড়ায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান।
স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভান তারা। আগুনের ৭০টি বসতঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।