শরীয়তপুরে পুলিশ কর্মকর্তাকে লাঞ্চিত করার অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত

Date:

Share post:

সাইফুল ইসলাম,
শরীয়তপুর প্রতিনিধি:

গত ৯ মে (রোববার) ানীয় বিভাগের উপসচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে এক িশ কর্মকর্তাকে চড়-থাপ্পড় মেরে লাঞ্ছিত করার অভিযোগে শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াসিন হাওলাদারকে করা হয়েছে।

ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার গ্রাম চিকন্দী এলাকার আব্দুল গণি হাওলাদারের ছেলে আব্দুর রাজ্জাক হাওলাদার (২৫) মানসিক ভারসাম্যহীন। তিনি ২০২০ সালের ১৭ স্ট রাত ১টায় প্রতিবেশী আব্দুল কাদের হাওলাদারের বাড়িতে গিয়ে উৎপাত শু করেন। এসময় ওই বাড়ির সোহাগ হাওলাদার, ইতি বেগম, ইমু আকতার ও রহিমা বেগম রাজ্জাক হাওলাদারকে মারপিট করেন। পরদিন রাজ্জাক হাওলাদারের মা করিমন নেছা বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে আসামি করে সদরের পালং মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। তৎকালীন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন এ ঘটনার করতে চিকন্দী পুলিশ ফাঁড়ির ইন (পুলিশ পরিদর্শক) ফারুক আহম্মেদকে নির্দেশ দেন।

ফারুক আহম্মেদ ২৪ আগস্ট বিকেলে ঘটনাস্থলে গিয়ে তদন্তের কাজ শুরু করেন। এসময় শৌলপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের ভাই মোজাম্মেল হাওলাদার এসে পুলিশের উপস্থিতিতে বাদী করিমন নেছাকে মারপিট করেন। বাধ্য হয়ে পুলিশ মোজাম্মেল হাওলাদারকে আটক করেন।

খবর পেয়ে শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন হাওলাদার এসে পুলিশ ফারুক আহম্মেদকে চড়-থাপ্পড় মেরে মোজাম্মেল হাওলাদারকে ছিনিয়ে নিয়ে যান। পরের দিন অভিযোগটি মামলায় রূপান্তর হয়। পুলিশ আসামিদের তার করে আদালতে সোপর্দ করে। পরে আদালত থেকে তারা জামিনে বের হন।

শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান মোবাইলে বলেন, স্থানীয় সরকার বিভাগের আদেশ হওয়ার সঙ্গে সঙ্গে শৌলপাড়া ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া

আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া এবং নতুন আফগান রাষ্ট্রদূতের কূটনৈতিক পরিচয়পত্র গ্রহণ করেছে। এর মধ্য দিয়ে...

মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় ছেলের হাতুড়িপেটায় প্রাণ গেল কৃষক বাবার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। শুক্রবার...

আবুধাবিতে ৮০ কোটি টাকা লটারি জিতলেন বাংলাদেশি যুবক

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ২৫ মিলিয়ন দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায়...

ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় মাত্র ৪৮ ঘণ্টায় নিহত হয়েছেন ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন...