এ আর রুহুল আমিন হাজারী
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা হোমনা উপজেলার নিলখী ইউপি ইটাভরা গ্রামে মঙ্গলবার দুপুরে ডুবার পানিতে ডুবে মা ও ছেলের মৃত্যু ঘটনা ঘটেছে।
মৃতরা হলেন-ইটাভরা গ্রামের মোঃ সুৃমন মিয়ার স্ত্রী শাহিদা বেগম( ২৬) ও তার ছেলে মোঃ সৌরভ(৪)।
স্থানীয় সৃত্রে জানা যায়-দুপুরে বাড়ির পাশের একটি ডুবাতে মা ও ছেলে গোসল করতে গেলে মায়ের অগোচোরে ছেলে সৌরভ( ৪) পানিতে ডুবে যায়।মা পরে ছেলে কে উদ্ধার করতে গিয়ে তার গায়ের পরিহিত কাপড় পেছিয়ে মায়েরও ওই ঘটনায় মৃত্যু হয়।
হোমনা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসী) মোঃ আবুল কায়েস আখন্দ বাংলাদেশ জার্নালকে জানান- স্থানীয়রা তাদেরকে ভাসঁমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের উভয়কে মৃত ঘোষণা করেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈয়ার করেন।
ওই ঘটনায় এলাকায় শোকের মাতাব বয়ে চলছে।