ছুঁয়ে দিলে মন সাফল্যের পর নতুন ছবিতে জাকিয়া বারি মম।
এ ছবিতে প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বেঁধেছেন নিরব হোসেন ও জাকিয়া বারি মম। সম্প্রতি তারা চুক্তিবদ্ধ হয়েছেন ‘আমি শুধু তোর হবো’ নামের একটি ছবিতে। তরুণ নির্মাতা রফিক শিকদারের পরিচালনায় এটি প্রযোজনা করছেন আবদুল মজিদ মিলটন। ছবিটির দৃশ্যধারণ শুরু হবে আগামী ১ আগস্ট। বেশিরভাগ কাজ হবে পাবনায়।
মম প্রসঙ্গে নিরব বলেন, ‘মমর সাথে কাজের অভিজ্ঞতাটা পুরোনো। ভালো একজন বন্ধুও আমার। ছোটপর্দায় তার সঙ্গে কাজ করলেও বড়পর্দায় এবারই প্রথম জুটি বেঁধেছি। অনেকেই আমাদের জুটিকে অভিনন্দন জানিয়েছেন। আমরাও সকলের প্রত্যাশা অনুযায়ী ভালো কাজ করতে চাই। আশা করছি দর্শকদের মন জয় করতে পারবে নিরব-মম জুটি।’ আর শুটিং লোকেশন প্রসঙ্গে তিনি বলেন, ‘পাবনায় বেশকিছু সুন্দর জায়গা আছে। যেগুলো যথাযথভাবে আমাদের চলচ্চিত্রে সেভাবে উঠে আসেনি। যেমন-পাবনা মেডিক্যাল কলেজ, কাশিনাথপুর জেল, হাইকোর্ট, পাকশী সেতুকে কাজে লাগাবো আমরা। সব মিলিয়ে টানা ১৫-২০ দিন কাজ হবে ওখানে।’ গল্পে অমিত চরিত্রে অভিনয় করবেন নিরব। অন্যদিকে, ‘স্বপ্নবাড়ি’ শিরোনামে আরেকটি ছবি আছে মমর হাতে। এতে তার সহশিল্পী আনিসুর রহমান মিলন
নতুন ছবিতে চুক্তিবদ্ধ মম।
Date:
Share post: