ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন এলাকায় করোনাকালে বিপদগ্রস্ত নিম্ন আয়ের শতাধিক পরিবারকে অনলাইন মেসেঞ্জার গ্রুপ ডোন্ট মাইন্ড (Don’t Mind) পরিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন গ্রুপটির প্রতিষ্ঠাতা শাহাব রাজ।
এসময় তার সাথে ছিলেন সংগঠনের সদস্য আবির, রবিন, রনি, সজিব, সালাউদ্দিন, মাসুদ, মিঠু, ইসমাইল, আরিয়ান হাসান সাব্বির, জয়নাল, মেহেদী, রাকিবুল, সাইমন, আশিক, আফরিন, নিশাত, আশা, নীল নূড়ী , জান্নাত, সুমাইয়া, সাহাবনী ইসলাম ময়না, সুজন, প্রিয়া, সুমি, স্বপ্না, তোহিফা, অর্থী।
আরো উপস্থিত ছিলেন আব্দুস সোবহান, ফারাইজুল ইসলাম রিপন, মাহমুদুল হাসান সোহাগ, রবিউল হাসান তুহিন, ফজলে রাব্বী, তুহিন হারুন ও সুমন প্রমুখ।
উল্লেখ্য উপহার সামগ্রীতে লাচ্চা, সেমাই , চিনি, পোলার চাল, সয়াবিন তেল, কিসমিস ও বাদাম।