কক্সবাজারের টেকনাফে ‘ভয়ংকর’ মাদক ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ ওসমান গণি (২৩) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ওসমান গণি টেকনাফ সদরের মধ্য গোদারবিল এলাকার মো. রফিকের ছেলে।
শনিবার (৮ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১৪ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।