মোহাম্মদ আমিনুল হক বুুলবুল,
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইলে বনগ্রাম চৌরাস্তা বাজারে শতাধিক হতদরিদ্র নারী- পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে লুঙ্গি ও শাড়ী প্রদান করা হয়েছে।
শুক্রবার (৭মে) বিকালে প্রবাসে বসবাসরত প্রবাসীদের সংগঠন,’প্রবাসী সমাজ কল্যাণ ঐক্যপরিষদ’এর আর্থিক সহায়তায় মাওলানা আশরাফুল আলম গাজী এর সার্বিক তত্বাবধানে এ উপহার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,খারুয়া আল-কারীম ইসলামী পাঠাগার এর সহ-সভাপতি মাওলানা হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা আবু ইউসুফ প্রমুখ।
এছাড়া প্রবাসী সমাজ কল্যাণ ঐক্যপরিষদের সদস্য,শুভাকাঙ্খী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।