মমতাকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

Date:

Share post:

ডেস্ক নিউজ : ভারতের পশ্চিম্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজয় লাভ করায় তাঁকে ন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

আজ বুধবার (০৫ মে) মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা এক চিঠিতে ড. মোমেন এ অভিনন্দন জানান। ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো সরকার গঠনে জনগণের সমর্থন লাভ করেছে, যা আপনার নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা বিশ্বাসের প্রতিফলন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ, কারণ আপনি বাঙালির দীর্ঘ লালিত মূল্যধ ‘ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ’ ধারণ করেছেন।
ড. মোমেন বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক ্যমান এবং সাম্প্রতিক বছরে দুই দেশের ্পারিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো আরও প্রসারিত হয়েছে। অবিভক্ত ইতিহাস, সংস্কৃতি, ভাষা, মূল্যবোধ এবং বংশানুক্রমিক সংযোগ দুই দেশের জনগণের সম্পর্ককে অনন্য ও শক্তিশালী করেছে। বিশেষ করে, পশ্চিমবঙ্গের জনগণ বাংলদেশিদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে রেখেছে। বাংলাদেশের ী, মুজিববর্ষ এবং বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের এ বিশেষ বছরে আমি পশ্চিমবঙ্গের জনগণসহ ভারতের জনগণ এবং রাজনৈতিক নেতৃত্বের সমর্থন ও আত্মত্যাগকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আরও বলেন, অজানা শত্রু করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ দুই দেশের পারস্পারিক সম্পদ ও অভিজ্ঞতা বিনিময় এবং জনগণের কল্যাণে কাজ করে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সবাই সম্মিলিতভাবে এ াবিপদ থেকে মুক্ত হয়ে শিগগিরই স্বাভাবিক বন ও জীবিকায় ফিরতে পারব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের জন্য ৬৩৭ কোটি টাকা বরাদ্দ

সময় ডেস্ক  জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ করবে সরকার, এমনটাই বলেছেন...

কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনকে পেটানো সেই নেতাকে বহিস্কার করেছে স্বেচ্ছাসেবক দল

রাকিব উদ্দীন  কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনকে পেটানো সেই নেতাকে বহিস্কার করেছে স্বেচ্ছাসেবক দল। বহিস্কৃত...

চট্টগ্রাম আদালত থেকে ১,৯১১ মামলার নথি উধাও

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের আওতাধীন ৩০টি আদালত থেকে ১,৯১১টি মামলা সংশ্লিষ্ট নথি নিখোঁজ হয়েছে। ১৩ থেকে ৩১...

কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বিএনপি নেতাকর্মীদের হামলা

সময় ডেস্ক  কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বিএনপি নেতাকর্মীদের রোষের মুখে পড়েছেন। তাঁকে কলার ধরে টেনেহিঁচড়ে...