ডেস্ক নিউজ: পবিত্র রামজান মাসে নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে রোজাদারদের মাঝে মহিউদ্দিন চৌধুরী ফউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার নগরীর পাঠানটুলী ওয়ার্ডে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীগণ উপস্থিত খেটে খাওয়া, পথ-চলিত ও দুস্থ রোজাদারগনের হাতে প্যাকেটজাত ইফতার সামগ্রী তুলে দেন।
এসময় পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ নজরুল ইসলাম বাহাদুরসহ ওয়ার্ড আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে রমজান মাসে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষে সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরীর সামগ্রিক তত্ত্বাবধানে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলামন রয়েছে।