ডেস্ক নিউজ: চট্টগ্রাম পাঁচলাইশে পবিত্র রমজানের একটি মসজিদে তারাবি নামাজ শেষে গাজী শরাফত আলী (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৩ মে) রাত সাড়ে ১০টায় হামজারবাগের বিবিরহাট তৈয়বিয়া জামে মসজিদে এই ঘটনা ঘটে।
মৃত শরাফত আলী (৫২) খাগড়াছড়ির মানিকছড়ির ডেনগোয়াছড়া গ্রামের জেদু মিয়ার ছেলে। তিনি মুরাদপুর এলাকায় একটি বাসায় ভাড়ায় থাকতেন।
মো. আতিকুল্লাহ নামে ওই এলাকার এক বাসিন্দা বলেন, আমরা সবাই নামাজ শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম। এমন সময় মুয়াজ্জিন মাইকে ঘোষণা দেন, মসজিদে একব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।